‘নৌকাবিরোধী কেউ যেন জামালগঞ্জ আ.লীগে স্থান না পায়’

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলার সাচনা বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল হক তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মানিক মিয়া, জেলা শ্রমিক লীগের সদস্য সায়েম পাঠান, জেলা কৃষকলীগের সদস্য শামছুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইয়াকবীর হোসেন আফিন্দী, মহিলা লীগের সদস্য শিরিনা বেগম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবু তাহের তালুকদার, সহ সভাপতি মো. ওয়ালি উল্লাহ, শ্রমিক লীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী, সহ সভাপতি ইঞ্জিনিয়ার বাদল, সদস্য আফাজ উদ্দিন, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুস্তির তালুকদার, সাবেক ছাত্রলীগের আহ্বায়ক রেন্টু সরকার, যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন আফিন্দী, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সদস্য মো. জসিম উদ্দিন, জামালগঞ্জ সদর ইউপি যুবলীগের সভাপতি মো. শিরিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ফেনারবাক ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাচনা বাজার ইউপি শ্রমিক লীগের সভাপতি শাহানুর মিয়া, বেহেলী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিশন তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ফেনারবাক ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুধাংশু তালুকদারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘নৌকাবিরোধী কোন নেতাকর্মী যেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগে স্থান না পায়। আওয়ামী লীগের নামদারী যেসব নেতা কোটি কোটি টাকা অবৈধ উপার্জন করছেন, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।’

এসময় উপজেলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন মুখের দাবি জানান।

উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, দলকে শক্তিশালি করে গড়ে তুলতে হবে। হঠাৎ করে পদ-পদবী পাওয়া ব্যক্তিরা দলীয় কাজ থেকে পিছিয়ে থাকেন, তাই দলীয় কাজ যারা করেন সেই সকল রাজনৈতিক নেতাকেই পদ-পদবী দেওয়া হোক। জামালগঞ্জ ৪টি গ্রুপে বিভক্ত, তাই এই সকল গ্রুপ বাদ দিয়ে দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আগামী উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলনে ত্যাগি নেতাদের নিয়ে কমিটি গঠনের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল হক তালুকদার বলেন, ‘তৃণমূল সু-সংগঠিত। আপনারা মতামত প্রকাশ করেছেন, নতুন মুখ চেয়েছেন। আমি কেন্দ্রীয়সহ জেলা নেতাকর্মী ও আমাদের সংসদ সদস্যের প্রতি অনুরোধ জানাচ্ছি জামালগঞ্জ উপজেলায় স্বচ্ছ ও শিক্ষিত ভাল মানুষ দিয়ে নতুন কমিটি গঠন করা হোক।’

তিনি বলেন, ‘সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের নেতৃত্বে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সু-সংগঠিত।’