নৌকাডুবি: ষষ্ঠ দিনেও চলছে উদ্ধার অভিযান, এখনো নিখোঁজ ৩

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ষষ্ঠ দিনের মত উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানিয়েছে দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক শেখ মাহাবুবুল আলম।

এর আগে, গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার দিন থেকে বুধবার রাত পর্যন্ত ৬৯টি মরদেহ উদ্ধার করা হয়।

মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে (ইউপি) খোলা তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। তারা হলেন- বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সুরেন, দেবীগঞ্জ উপজেলার ছত্রশিকারপুর এলাকার ভূপেন এবং পঞ্চগড় সদরের ঘাটিয়ারপাড়া এলাকার জয়া রানী।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শেখ মাহাবুবুল আলম বলেন, সব লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশনা রয়েছে।