‘উৎসব সভা-মাঝে শ্রাবণের বীণা বাজে’ শ্লোগানে সিলেটের নৃত্য চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্র নৃত্যশৈলীর আয়োজনে দুই দিনব্যাপী বর্ষা উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, কবি তুষার কর এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত।
আবৃত্তিশিল্পী নাজমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নৃত্যশৈলী সিলেটের পরিচালক নীলাঞ্জনা যুঁই। উদ্বোধনী পর্ব শেষে নৃত্যশৈলীর শিল্পীরা পরিবেশন করেন বর্ষা নৃত্যমালিকা ‘বাদল বরিষণে’।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, ‘এই বাদল বরিষণে মোর অন্তর হতে, ভেসে আসে কোন ভৈরবী সুর’। বর্ষা আমাদের জীবনে নিয়ে আসে অন্যরকম এক প্রাণ সঞ্চার – আকাশে ঘন মেঘের ঘনঘটা, বজ্রের ডাক আর দমকা সমীরণে মন তখন নেচে উঠে বৃষ্টির ছন্দে – আর তাই শ্রাবণের এই রুপে ছন্দে মাতাতেই নৃত্যশৈলী সিলেটের এই বর্ষা উৎসবের আয়োজন।
শুক্রবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সন্ধ্যা সোয়া ৭টায় পরিবেশিত হবে নৃত্যশৈলী সিলেটের অন্যতম জনপ্রিয় গীতি নৃত্যনাট্য ‘মহাজনের নাও’।