বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় টুকেরবাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণের নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, স্হানীয় সংগঠক আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন আনু, ইব্রাহিম হোসেন প্রমূখ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন,শাসক দল তাদের দলীয় প্রার্থী ও ডামি প্রার্থী দিয়ে ভোটকেন্দ্রে লম্বা লাইন ও জটলা তৈরি করে কৃত্রিম জমজমাট ভোট দেখানোর চেষ্টা করছে। অপরদিকে বিভিন্ন দল ভাঙ্গিয়ে, উচ্ছিষ্ঠোভোগীদের জড়ো করে বিরোধী মত দমনের চেষ্টা অব্যাহত রেখেছে। এই ধরনের নির্বাচন জনজীবন ও জাতীয় চরিত্র -চেতনা ও সংস্কৃতির ভিত্তিমূলে আঘাত করে, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্হাকে নির্বাসিত করে, মুক্তিযুদ্ধের মৌল চেতনা ও গণ আকাঙ্ক্ষাকেও পদদলিত করে।
নেতৃবৃন্দ ৭জানুয়ারির নির্বাচন গণ তামশায় পরিণত হয়েছে উল্লেখ করে নীতিহীন অপকৌশলের ‘ডামি’ নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।