কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন- দ্বাদশ সংসদ নির্বাচন হবে গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে। ভোট কেন্দ্রে প্রত্যেকে ১০/২০ জন করে নিয়ে যাবেন, যেন একটি গ্রহনযোগ্য নির্বাচন হয়।
আগামী সংসদ নির্বাচনে তিনি নৌকার পক্ষে ভোট চেয়ে বলেন, হবিগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী এডভোকেট মাহবুব আলীকে প্রধানমন্ত্রী নৌকা দিয়ে পাঠিয়েছেন। আপনারা মাহবুব আলী কে নৌকা প্রতিকে ভোট দিবেন।
আজ মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুরে সিলেট যাবার সময় হবিগঞ্জের মাধবপুরে পথসভায় এই কথাগুলো বলেন।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলীর সভাপতিত্বে ও মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. ফারুক পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, এডভোকেট পারভিন আক্তার, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম, কেন্দ্রিয় যুবলীগ নেতা মিছির আলী, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক মইন উদ্দিন চৌধুরী সুমন সহ অনেকেই।
এই সময় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকমীরা উপস্থিত ছিলেন। পরে যুবলীগের চেয়ারম্যান চুনারুঘাটে একটি নির্বাচনী সভায় যোগদান করেন।