নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ব্যাহত হতে পারে : হুমায়ুন কবির

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেছেন, ‘দেশকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। চক্রান্তকারীরা বিজয়ের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। তাই আমাদের সচেতন থাকতে হবে, যাতে বিজয়ের চেতনা ও জাতীয় ঐক্যকে কেউ নস্যাৎ করতে না পারে।’

তিনি বলেন, আমরা অকুণ্ঠভাবে ড. ইউনুস সরকারকে সমর্থন দিয়েছি। তাঁর নেতৃত্বে ধর্মবর্ণ-দলমত নির্বিশেষে সবাই মিলে জাতীয় ঐক্য তৈরী করেছি। তবে মানুষ দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে তাদের ভোট দিতে চায়। জাতীয় নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও গণতন্ত্র বিপ্লব ব্যাহত হতে পারে।’

রোববার (২২ ডিসেম্বর) রাতে জাতীয়বাদী কৃষকদল সিলেট মহানগরের জালালাবাদ থানা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং আলমগীর হোসেন দুদু, কোরবান আলী ও হসান আহমদ আছারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা ওয়ারিছ আলী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন। বক্তব্য রাখেন বিএনপি নেতা এনাম আহমদ মেম্বার, ফারুক আহমদ, আব্দুস সালাম, সদর উপজলা যুবদলের সভাপতি আবুল হাসনাত, আলীবুর, লিমন আহমদ, দুলাল রেজা, জামাল উদ্দিন, আলমগীর হোসেন, জমির মিয়া, আশিকুর রহমান, ফজল আলী প্রমুখ।