সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও সাবেক কুটনৈতিক শমসের মুবিন চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সিলেট জেলা নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় সাংবাদিকদের সাথে নির্বাচন ইস্যুতে কথা বলেন শমসের মুবিন। তিনি বলেন, আমাদের প্রত্যাশা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। এবং ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ থাকবে। নির্বাচনের দিন ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
তিনি আরও বলেন, নির্বাচনে কে আসলো কে আসলোনা এটা কোন বিষয় নয়। বড় কথা হলো নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা। ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাড়িয়ে ভোট দিলেই গ্রহণযোগ্যতা হবে।
তিনি বলেন আমরা নির্বাচনমূখী। যারা মানুসের কল্যাণ চায়, দেশের কল্যাণ চায় তারা নির্বাচনে আসবে। কেউ নির্বাচনে না আসলে তা জাতির কাছে চিহ্নিত হবে।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন- জেলা তৃণমূল বিএনপির আহবায়ক এমএ হান্নান, সদস্য সচিব শামীম আহমদ, উপজেলা শাখার আহবায়ক ছানা মিয়া সদসয় সচিব শাহিন আহমদ।