সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আমরা আশা করছি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য এখন থেকেই মাঠে কাজ করতে হবে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরের মাইজভাগ এলাকায় মাইজভাগ সমাজকল্যান সংস্থার উদ্যোগে ও লন্ডন মহানগর বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ওলির সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা বিগত ১৬ বছর থেকে উন্নয়ন বঞ্চিত ছিল। প্রকল্পের নামে জনগণের টাকা লুটপাট করা হয়েছে। মানুষের বঞ্চনা শেষ হয়নি। তাই আাগামী নির্বাচনে এই আসন থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করলে এবং বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় উন্নয়নের জোয়ার বইবে।’
মাইজভাগ সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি মাস্টার রুমেল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএ রিপন এবং সংগঠনের ধর্ম বিষয়ক আবুল কাশেম যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, লন্ডন মহানগর বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ওলি ওদুদ,ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ প্রমুখ।