নিজ সংসদীয় এলাকা পরিদর্শনে এমপি হুছাম্মুদীন চৌধুরী

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী  নিজ সংসদীয় এলাকা কানাইঘাটের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও নদী ভাঙন কবলিত এলাকা, গাজী বোরহান উদ্দিন সড়কের জরাজীর্ণ স্থান পরিদর্শন এবং মানবিক সহায়তার আওতায় উপকারভোগীদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেছেন।

শনিবার ( ২৫ মে) দিনভর সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী প্রথমে রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়, ঝিঙ্গাবাড়ী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ঝিঙ্গাবাড়ী হাইস্কুল এন্ড কলেজ, গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসা, গাছবাড়ী মডার্ন একাডেমী পরিদর্শন করেন।

এ সময় তিনি এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে কথা বলে প্রতিষ্ঠানগুলোর কি কি সমস্যা রয়েছে জানতে চান। শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তা নিরসনে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত প্রদান করে এমপি হুছাম্মুদীন চৌধুরী।

এরপর সংসদ সদস্য রাজাগঞ্জ, ঝিঙ্গাবাড়ী, কানাইঘাট সদর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সুরমা নদীর ভাঙন কবলিত এলাকার খোঁজখবর নেয়াসহ উমরগঞ্জের সুরমা নদীর ভয়াবহ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন।

এছাড়া শীঘ্রই ৪ কোটি টাকা ব্যয়ে কানাইঘাট বোরহান উদ্দিন সড়কের কাজ শুরু করার জন্য তার সাথে থাকা জেলা ও উপজেলা এলজিইডি কর্মকর্তাদের নির্দেশনা দেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৬৫ কোটি টাকার সুরমা নদীর বিভিন্ন এলাকার বেড়িবাঁধের কাজ শুরু হবে বলে জানান।

সবশেষে সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরী সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৩ টি পরিবারের মধ্যে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন এবং কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে সরকারি ভাবে মডেল মসজিদের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।