নিজ দ‌লের বিরু‌দ্ধে ষড়য‌ন্ত্রের অ‌ভি‌যোগ ব্রি‌টিশ এমপি আপসানার

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রি‌টিশ এমপি আপসানা বেগম তাঁর নিজ দল লেবার পা‌র্টির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। শুক্রবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরা‌জ্যের পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলন আ‌য়োজন ক‌রে এই অভিযোগ করেন তিনি।

এসময় লেবার পার্টির সা‌বেক নেতা, প্রবীন ব্রিটিশ রাজনীতিক জেরিমি করভিন এমপি উপ‌স্থিত ছি‌লেন।

সংবাদ স‌ম্মেল‌নে পপলার এন্ড লাইম হাউ‌জ আস‌নের এম‌পি আপসানা বেগম ব‌লেন, ‘লেবার পা‌র্টির বর্তমান নেতৃত্ব দলের সাবেক বামপন্থী নেতা জেরেমি করবিনের অনুসারী সোশ্যালিস্ট অংশকে শায়েস্তা করতে চায়। লেবার পার্টি সম্পূর্ণ অন্যায়ভাবে আমার মনোনয়ন কেড়ে নেয়ার চেষ্টা করছে।’

এসময় তি‌নি তাঁর প্রাক্তন স্বামীর বিরু‌দ্ধেও হয়রা‌নি ও ষড়য‌ন্ত্র করার অ‌ভি‌যোগ আ‌নেন।

তি‌নি ব‌লেন, ২০১৯ সালে এমপি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে নানা অপতৎরতা শুরু হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচিত হওয়ার পরপর তাঁর বিরুদ্ধে প্রতারণা করে হাউজিং সুবিধা নেয়ার মিথ্যা অভিযোগ উঠে। আবার কোনো ধরণের যাচাই-বাছাই ছাড়াই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার প্রশাসন সেই অভিযোগে মামলা দায়ের করে। শেষ পর্যন্ত আদালতে ওই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় এবং মামলার খরচ বাবত কাউন্সিল জনগণের ট্যাক্সের প্রায় ৮০ হাজার পাউন্ড গচ্চা দেয়।

আপসানা বেগম বলেন, ‘ওই মামলায় আদালতের শুনানীতে উঠে আসে তাঁর বিরুদ্ধে হাউজিং প্রতারণার মিথ্যা অভিযোগের অগ্রভাগে ছিলেন তাঁর সাবেক স্বামী ও স্বামীর ভগ্নিপতী- যারা স্থানীয় লেবার শাখার সদস্য। এখন আমার সা‌বেক স্বামী ও আমার দল লেবার পা‌র্টির উভয়ের কমন টার্গেটে পরিণত হয়েছি আমি।’

এছাড়া ট্রিগার ব্যালট প্রক্রিয়ায় নানা অনিয়মের কথা তুলে ধ‌রেন আফসানা বেগম।

লন্ড‌নের পপলার অ্যান্ড লাইম হাউজ আসন থে‌কে লেবার পার্টির মনোনয়নে সর্বশেষ জাতীয় নির্বাচনে এম‌পি হন আপসানা বেগম। আফসানার পৈত্রিক বা‌ড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপ‌জেলায়।