নারী চা শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

জীবিকা বহুমুখী সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে নারী চা শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিশিষ্ট সমাজকর্মী হামিদা বেগম জ্যোস্না’র সহযোগিতায় রোববার খাদিম চা বাগানে চা শ্রমিকদের মধ্যে এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

হামিদা বেগম জ্যোস্না বলেন, ‘চা-শ্রমিকরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত। সারা দিন পরিশ্রম করে যা অর্থ অপার্জন করে তাদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে মধ্যবিত্ত, গরীব, খেটেখাওয়া মানুষেরা পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বাগানের চা-শ্রমিকরা অসহায়। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

এসময় উপস্থিত ছিলেন- জীবিকা বহুমুখী সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, সমাজ সেবী সাপিয়া বেগম, সাদিয়া আক্তার জান্নাত, ফারজানা বেগম। চা শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন- ননিতা, নিরা, সুনামনি, নিলিমা, রাধিকা, বাসনা, বিরহী প্রমুখ।