নারীর প্রতি সহিংসতা রোধে সিলেটে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক দিবসের কর্মসূচিতে বক্তারা বলেছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নারীর প্রতি সকল সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে সমাজের অনেক ক্ষতি হবে। তাই বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করে নারীর প্রতি সহিংসতার মামলাগুলোর দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা রাজনৈতিক বিবেচনায় নারীর প্রতি সহিংসতার মামলাগুলোর প্রত্যাহার না করার দাবি জানাচ্ছি।

মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক সিলেটের উদ্যোগে আজ শুক্রবার (২৫ নভেম্বর) সকালে সিলেট প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বক্তারা এসব কথা বলেন।

মানবাধিকার সংগঠন ‘অধিকার’র সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক মো. মুহিবুর রহমানের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, বিশ্বনাথের অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শামসুজ্জামান, লেখক শিবির সিলেটের সমন্বয়ক ব্যাংকার মিনহাজ আহমদ ও এমসি কলেজের ছাত্রী নওরিন মুনতাহা।

মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের বক্তব্য পাঠ করেন পুলিশের হাতে নির্যাতিত ভিকটিম মো. বদরুল আলম।

কর্মসূচিতে অংশ নেন প্রবীণ সমাজসেবী এম এ জলিল, সিনিয়ির সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, অ্যাডভোকেট সৈয়দ কাওছার আহমদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল হোসেন, রাজনীতিবিদ ও শিক্ষানবিশ আইনজীবী মো. ময়নুল হক, রাজনীতিবিদ মো. আশিকুর রহমান (রানা), মানবাধিকারকর্মী আমিন তাহমিদ, সরকারি আলীয়া মাদ্রাসার কামিলের (এমএ) ছাত্র ও মানবাধিকারকর্মী তারেক আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলীর গাড়িচালক আনসার আলীর স্ত্রী মুক্তা বেগম, বাংলাদেশ শহীদ স্মৃতি পরিষদের সভাপতি আসাদুজ্জামান নুর, ছাত্রদল নেতা তাজুল ইসলাম, তানিমুল ইসলাম, মো. বাবুল আহমদ প্রমুখ।