নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় একটি মসজিদের ইমামের কক্ষ থেকে বিল্লাল হোসেন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৯টায় সদর উপজেলার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার আল-আমিন বাগ জামে মসজিদের দ্বিতীয় তলার কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল হোসেন সদর উপজেলার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার আলমগীর হোসেনের ছেলে। সে পেশায় পোশাক শ্রমিক।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, এশার আযানের সময় বিল্লাল মসজিদ থেকে একটি ব্যাটারি চুরি করে পালানোর চেষ্টা করলে মসজিদের সিঁড়িতে তাকে আটক করেন ইমাম মোয়াজ্জিনসহ অন্যান্য মুসল্লি। পরে তাকে ইমাম মহিউদ্দিনের কক্ষে আটকে রাখা হয়। নামাজের পর মসজিদ কমিটির মাধ্যমে তাকে পুলিশে দেয়ার কথা ছিল।
তবে নামাজ শেষে ইমামসহ মুসল্লিরা ওই কক্ষে গিয়ে দেখেন ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিল্লালের মরদেহ ঝুলছে।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরির্দশক মোহাম্মদ মহসিন বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’
নিহত বিল্লাল হোসেনের নানি লালবানু জানান, বিল্লাল ও তার বাবা আলমগীর পোশাক কারখানায় কাজ করেন। সকালে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন বিল্লাল। কিন্তু স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে তিনি মসজিদে এসে দেখেন বিল্লালের মরদেহ।
তিনি দাবি করেন, বিল্লাল ওই মসজিদে প্রায়ই নামাজ পড়তে যেতেন। তিনি আত্মহত্যা করার মতো ছেলে নন। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন নানি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল আলম বলেন, ‘ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করবো।’