সিলেটে সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনে নাট্যকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী এবং সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, নাট্যকর্মীদের উপর এধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, সব ধরনের অনিয়ম ও অবিচারের বিপক্ষে সিলেটের নাট্যকর্মীরা সব সময়ই সরব ভূমিকা পালন করে আসছেন। সমাজ ও রাষ্ট্রের ক্রান্তিলগ্নে তারা বারবারই গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনাকে রাষ্ট্র ও সমাজের জন্য অশুভ লক্ষণ বলেও মন্তব্য করেন সাংবাদিক নেতৃবৃন্দ।