নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনে শহীদ মিনারের বেদীতে বোমা সদৃশ বস্তু দেখা গেছে। খবর পেয়ে ওই জায়গা ঘিরে রেখেছে পুলিশ।
খোলাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান কালু জানান, রবিবার (১৯ জুন) সকালে স্থানীয়রা ওই পথ দিয়ে যাওয়ার সময় শহীদ মিনারের বেদীতে বোমা সদৃশ বস্তুটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাটি ঘিরে ফেলে। এরপর সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা ওই বস্তুটি দেখতে পাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার শত শত নারী-পুরুষ সেটা দেখতে ভিড় করছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল টিম আসছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি জানা যাবে।