নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের সেমিনার

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘Bytequest’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে স্পিকার ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বুয়েটের সাবেক ডিন, ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। এসময় প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ সিএসই বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বর্তমান বিশ্বে টেকনোলোজির প্রয়োজনীয়তা, এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান, ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে সুযোগ ইত্যাদি বিষয়ের উপর তথ্যসহ আকর্ষনীয় বক্তব্য উপস্থাপন করেন।

এনইইউবি উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই সেশন আয়োজনের উদ্যোগ গ্রহন করেন। তিনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, এনইইউবি সিএসই সোসাইটি ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং স্পিকার হিসেবে উপস্থিত থাকায় প্রফেসর ড. মোহাম্মদ কায়েকোবাদ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উক্ত সেশনে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এনইইউবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান তাসনিম জাহান।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বংলাদেশ-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা এই সেমিনারে অংশগ্রহণ করে।