নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে বুদ্ধিজীবী দিবস পালিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে বুধবার (১৪ ডিসম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক, আইন ও বিচার বিভাগের প্রধান ড. মো. নাহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান মো. শামসুল কবীর, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান রেবেকা সুলতানা চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

উপাচার্য শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, জাতিকে মেধাশূন্য করতেই পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরেরা দেশের বুদ্ধিজীবী শ্রেণি বিশেষ করে অধ্যাপক, চিকিৎসক, আইনজীবীসহ সমাজের বিবেককে হত্যা করে। কিন্ত তারা এতে সফলতা অর্জন করতে পারেনি। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়ে আজ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে।

তিনি স্বাধীনতাবিরোধীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, তাদের চক্রান্ত এখনও বিদ্যমান রয়েছে।
উপাচার্য শহিদ বুদ্ধিজীবীসহ স্বাধীনতা সংগ্রামের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এছাড়া বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক, সহকারী অধ্যাপক মো. শামসুল কবীর, আল মেহদী সাদাত চৌধুরী এবং প্রভাষক বুশরা জন্নাত।

অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. নাহিদুল ইসলাম।

এর আগে সকাল ১০টায় উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসের নেতৃত্বে র‌্যালির মাধ্যমে চৌহাট্টাস্থ শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নর্থ ইস্ট ইউনিভার্সটি বাংলাদেশের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাগণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।