শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগত বিভিন্ন বিভাগের নবীণ বিদ্যার্থী শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন ‘বিদ্যার্থী সংসদ’।
বৃহস্পতিবার (১৬ মার্চ) এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়ের সভাপতিত্বে এবং বিদ্যার্থী শিক্ষার্থী অমিত দাস ও সম্বিতা মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. নারায়ণ সাহা, বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. চন্দ্রাণী নাগ, সহ-উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, প্রশাসনিক কর্মকর্তা অশোক বর্মণ অসীম উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যার্থীদের অভিভাবক ছাত্র উপদেশ ও নির্দেশনার পরিচালক অধ্যাপক আমিনা পারভীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রী কুশল বরণ চক্রবর্তী। এসময় আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে সার্বিক বিষয়ে সহযোগিতা করেন ৭ম কার্যনিবাহী সংসদের সভাপতি উৎপল রায় ও সাধারণ সম্পাদক দিপুরাম রায়।
এ বিষয়ে অনুষ্ঠানের আহ্বায়ক বাঁধন চন্দ্র বর্মণ বলেন, আমরা অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নবীন বিদ্যার্থী শিক্ষার্থীদের বরণ করে নিয়েছি। এ অনুষ্ঠান আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।