নবীগঞ্জে সার ডিলারদের নিয়ে কৃষি অফিসারের মতবিনিময়

নবীগঞ্জ উপজেলায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে কৃষি সম্পসারণ অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি কর্মকর্তা এ কে এম মাকসুদুল আলমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মলয় চন্দ্র দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের বিএডিসি, বিএডিসি, সার ডিলাবৃন্দ ও খুচরা সার বিক্রেতাগণ।

এসময় সার ডিলার এসোসিয়েশনের সেক্রেটারি গৌতম রায় এলাকা ভিত্তিক সার ব্যবস্থাপনা উপস্থাপন করেন এবং নবীগঞ্জের সকল সার যেনো নবীগঞ্জের কৃষকের নিকট পৌছায় সে ব্যাপারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপজেলা কৃষি অফিসার জানান- উপজেলায় এ পর্যন্ত ১১ হাজার ৭’শ পঞ্চাশ হেক্টর জমিতে আমন রোপণ সম্পন্ন হয়েছে যা ১৩ হাজার একশ হেক্টর ছাড়িয়ে যাবে বলে আশা করা যায়। সরকারের নিকট পর্যাপ্ত সারের মজুদ আছে। বিগত বছরের ন্যায় প্রতি মাসের শুরুতেই নিয়মিত ডিলার ভিত্তিক সার বরাদ্দ প্রদান করা হচ্ছে। কোন অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য ডিলারদের সজাগ থাকার আহ্বান জানান।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে কঠোরভাবে সার উত্তোলন, বিতরণ ও বিক্রয় মনিটরিং করা হচ্ছে। কেউ মূল্য বৃদ্ধির উদ্দেশ্য অবৈধ মজুদ ও অনিয়ম করে কৃষককে আতংকগ্রস্থ করে ফসল উৎপাদন ব্যাহত এবং সরকারকে বিব্রত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শক কর্তৃক বিক্রয়াদেশ পাওয়া পর মূল্য তালিকা অনুযায়ী সার বিক্রয়, কৃষককে ক্যাশমেমো প্রদান, ক্রেতাদের তথ্য সংগ্রহের মাধ্যমে ব্যবসা পরিচালনা করার জন্য সকল ডিলার ও খুচরা বিক্রেতাদের নির্দেশনা প্রদান করা হয়। উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষকদের পরিমিত সার ব্যবহারের পরামর্শ দিতে সকল ডিলার ও উপ সহকারী কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়।