দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ও নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলামের বাবা আব্দুল খালেক (১০৫) এর দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) দুপর ২.২০ মিনিটে নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামের নতুন বাজার সংলগ্ন মাঠে জানাজা শেষে পঞ্চায়েত কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও. আশরাফ আলী, জাতীয় পার্টির নেতা শাহ আবুল খায়ের, দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার নাদির সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আশাহিদ আলী আশা, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাবেদ মিয়া, তালেব মিয়া, নির্বাহী সদস্য এম এ মুহিত, সদস্য ছনি চৌধুরী, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, আশরাফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজায় ইমামতি করেন, তাজুল ইসলামের চাচাতো ভাই মাও. নুর উদ্দিন। সাংবাদিক তাজুল ইসলামের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার।
এর আগে তাজুল ইসলামের বাবা আব্দুল খালেক (১০৫) রোববার সন্ধ্যা ৭.১৫ মিনিটে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। আব্দুল খালেক আমৃত্যু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন।