নবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৯ জন আটক

নবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকাসহ ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার চৌশতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো, জাহির উল্লার ছেলে রাজা মিয়া (৫০), আব্দুর রহিমের ছেলে ইলাছ উদ্দিন (২৬), ধানেশ উল্লার ছেলে আবু ছালেক মিয়া (২৮), আব্দুর নুরের ছেলে আব্দুস সামাদ (২৩), মুসা মিয়ার ছেলে শিপন মিয়া (২৩), হান্দু মিয়ার ছেলে আলমগীর (২৯), তাজ উদ্দিনের ছেলে আম্বর উদ্দিন (৩০), মৃত তাহের উল্লার ছেলে সেলিম মিয়া (৩৮), মৃত নুর মিয়ার ছেলে সবুজ মিয়া (২৯)। আটক সবাই উপজেলার চৌশতপুর গ্রামের বাসিন্দা।

অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ।

তিনি জানান, পুলিশের এই বিশেষ অভিযানের সময় জুয়া খেলার সরঞ্জাম ২০৮টি তাস এবং নগদ ৮ হাজার ২১০ টাকা উদ্ধার করে তা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক রবিবার সকালে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।