হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গণ অধিকার পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের বিপ্লবী সদস্য সচিব আবুল হোসেন জীবন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নেতাকর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে তৃণমূল পর্যায়ে ঢেলে সাজানোর নানা দিকনির্দেশনা দেন।
নবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল আমিন পাঠান ফুল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব ডা. শাহ্ আজাদ আলী সুমন, কেন্দ্রীয় সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী শাহরুখ খান আজাদ, নবীগঞ্জ পৌর গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাওলানা আলাউদ্দিন, সদস্য সচিব এখলাছ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ও হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক এবং হবিগঞ্জ বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ও বিপ্লবী সদস্য সচিব আবুল হোসেন জীবনের নেতৃত্বে হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ দিন দিন শক্তিশালী সংগঠনে রূপ নিচ্ছে। এছাড়া গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার নিজ এলাকা নবীগঞ্জ হওয়ার সুবাদে রাজনৈতিক অঙ্গনে এ সংগঠন গুরুত্ব বহন করে। সর্বোপরি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ড. রেজা কিবরিয়া ও সংগঠনের সদস্য সচিব ভিপি নুরের আস্থাভাজন হিসেবে পরিচিত গণ অধিকার পরিষদের নেতা আবুল হোসেন জীবনের নেতৃত্বে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা।