নবীগঞ্জে ওরসে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে নমিসা (র:) ইছালে ছওয়াব বার্ষিক ওরসে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের মৃত গেদা মিয়ার পুত্র আব্দুল কালাম (৪০) ও ঘোলডুবা গ্রামের আব্দুল আজিজ (৪২)।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ) রাতে ইনাতগঞ্জের কাকড়া গ্রামের মাঠে অনুষ্ঠিত বার্ষিক ওরসে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতি বছরের মত এবারও কাকুড়া গ্রামের মাঠে নমিসা (র:) ইছালে ছওয়াব উপলক্ষে ১৫৬তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়।ওরসে দেশের বিভিন্ন জেলা থেকে নাচ গানের জন্য নারী, পুরুষ শিল্পী আনা হয়। শিল্পীরা যখন নাচ-গান করছিলেন এসময় অন্যদের সাথে আব্দুল কালাম ও আব্দুল আজিজও মজার ছলে নাচ করছিলেন।

কিন্তু নাচতে নাচতে হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন দুজন। হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর বলেন, তারা দুই জন স্ট্রোক এর রোগী ছিল তার আগে ও কয়েক বার স্ট্রোক করে। মাজারে শিরনি বিতরণ থেকে শুরু করে গানের সময় গানের তালে তালে জিকির করেন তারা, তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে দুজন মাটিতে পড়ে যান। পরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই বিষয়ে কেউ লিখিত কোন অভিযোগ করে নাই।