বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঞা।
এ সময় শিক্ষামন্ত্রীকে শুভকামনা জানিয়ে তার দায়িত্বপালনে সার্বিক সাফল্য কামনা করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর। একই সঙ্গে তিনি সিকৃবির বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং বিশ্ববিদ্যালয়কে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলাতে গৃহীত অনেক উদ্যোগের কথা উল্লেখ করেন।
অপরদিকে শিক্ষামন্ত্রী সিকৃবির বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ-খবর নেন এবং এ বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান।
প্রসঙ্গত, চট্টগ্রাম-৯ আসন থেকে দ্বিতীয়বার ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী করা হয়। এবার তাকে ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়েছে।