এমসি কলেজ ‘চেতনা সংঘ’র নতুন কমিটি গঠন

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থীদের একমাত্র সংগঠন চেতনা সংঘের ২০২৪-২৫ বর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বিভাগীয় প্রধান প্রফেসর মো. হবিবুল্লাহ নতুন এই কমিটির অনুমোদন দেন।

এক বছর মেয়াদি কমিটিতে সুহানুর রহমান রাফেকে সভাপতি ও রাইহান আহমদ মাসনুনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

৫৫ সদস্যের এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন জহির উদ্দিন মাসুদ, সহ-সভাপতি হোসাইন আহমদ, মো. জুনেদুর রহমান, সাব্বির আহমদ, ফারজানা আক্তার ও সর্বানী পাল টুম্পা, সহ-সাধারণ সম্পাদক ওয়ালীউজ্জামান ওয়ালি, মিলাক আহমদ ও মোছা. কামনা আক্তার শিফা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ঝুমা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় সরকার ,নাকিব হোসেন ,জহির আহমদ রাতুল, আলী আকবর জাবের, অর্থ সম্পাদক জয় তালুকদার, সহ-অর্থ সম্পাদক আলী হোসেন, হুমায়রা আক্তার নাদিরা ও মোহাম্মাদ হাসান, প্রচার সম্পাদক মিফতা হাসান, সহ-প্রচার সম্পাদক প্রত্যাশা পাল, শিক্ষা বিষয়ক সম্পাদক হাসনা হেনা, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক সামিয়া আক্তার ও ফারজানা আক্তার বিউটি, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত জিসান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক পূর্ণা রায় ও মাওলানা আফতাব খান, দপ্তর সম্পাদক রায়হান আহমদ রাহী, সহ-দপ্তর সম্পাদক মোছা. শারমিন আক্তার, তাসিনিমুল ইসলাম রাহী, সাংস্কৃতিক সম্পাদক বিশ্বমঙ্গল দাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক গায়েত্রী বর্মন বৃষ্টি, এস এম সাবির আহমদ সৌরভ ও রুম্মান আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক ছাকিবুর রহমান মারুফ, সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক শিহাব উদ্দীন শাহার ও আসিম দাস।

নতুন এই কমিটিতে সদস্য হিসেবে আছেন- আব্দুল হান্নান সৌরভ, মাহিরা সুন্নাহ রিমি, নাইম আহমদ মিনহাজ, হাবিবা প্রেমা, রিয়াদ কামালী, মাইমুনা ইলাহা, মারুফা জান্নাত, বিক্রমাদিত্য পাল, শাহরিয়ার আহমদ, মৌমিতা তান্নি, সাইদুর রহমান, প্রিয়া আক্তার, সাইমা আক্তার, রাসেল আহমদ, আনিসুর রহমান, সৌরভ ও শারমিন আক্তার।

কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন- আশরাফ আহমদ, নাইমাল জালাল, ঊর্মিলা ভট্টাচার্য ঊর্মি, গোলাম নূর হৃদয়, আসমা চামেলী, লাল মিয়া তালুকদার, জসীম উদ্দিন, মনিরা বেগম, তোফাজ্জল হোসেন ও জামাল আহমদ।