ধর্মপাশা ও মধ্যনগরে বঙ্গমাতার জন্মদিন উদযাপন

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৮ আগস্ট) সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে স্থানীয় গণমিলনায়তনে আলোচনা সভা ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানমের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, পাইকুরাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফেরদৌসুর রহমান ও সমকাল প্রতিনিধি এনামুল হক।

পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

এদিকে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খানের সভাপতিত্বে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, মধ্যনগর থানার ওসি জাহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, যুব মহিলা লীগের সভাপতি শান্তা চৌধুরী, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান রাসেল আহমদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম খান।