ধর্মপাশা ও মধ্যনগরে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০ জন

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে প্রথম দিনের বাংলা পরীক্ষায় দুই উপজেলার তিনটি কেন্দ্রে ১ হাজার ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

জানা গেছে, ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সরকারি কলেজ এবং গোলকপুর হাজি আব্দুল হাফেজ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা উপজেলার সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয় ও ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে ৪৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের পরীক্ষাকেন্দ্র বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন পরীক্ষার্থী ও মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরীক্ষার্থীসহ বংশীকুন্ডা কলেজ এবং লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।