জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মো. চন্দন খান। তিনি মোট ৮১ ভোটের মধ্যে ২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফেরদৌসুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. এনামুল হক ২৬টি করে ভোট পেয়েছেন।
১ নম্বর ওয়ার্ডের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব সোমবার (১৭ অক্টোবর) বিকেলে ফলাফল ঘোষণা করেন।
অপরদিকে ২ নম্বর ওয়ার্ড মধ্যনগর উপজেলায় দুইজন প্রার্থী সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার পেয়েছেন ২৪ ভোট এবং বিজয়ী প্রার্থী আব্দুস সালাম পেয়েছেন ২৮ ভোট।
২ নম্বর ওয়ার্ডের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলার রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর চন্দন কুমার বণিক ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।