ধর্মপাশায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

সুনামগঞ্জের ধর্মপাশায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগী সংস্থা পার্টিসিপেটরি একশন ফর রুরাল ইনোভেশন (পারি) সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে।

এতে ওয়ার্ল্ড ভিশনের ধর্মপাশা এপির কর্মসূচি ব্যবস্থাপক সাগর জন কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু।

পারি’র সিডিও বিদ্যুৎ মাংসাংয়ের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, পারি’র কর্মসূচি ব্যবস্থাপক অঞ্জন কুমার রুরাম, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মো. খাইরুল ইসলাম, ধর্মপাশা শ্রী শ্রী রাধাগোবীন্দ মন্দিরের পুরোহিত সুস্থীর চন্দ্র চৌধুরী, সমকাল’র সাংবাদিক এনামুল হক ও গণকন্ঠ’র প্রতিনিধি সেলিম আহমেদ।

পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কেটে সুবর্ণজয়ন্তী উদযাপন করেন।