বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অ্যাড. গোলাম কিবরিয়ার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮শত পরিবারের মাঝে ঈদ উপহার ও ৫০টি পরিবারের মাঝে ৩শত টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) বাদ জুমা ধর্মপাশা গ্রামের মড়লপাড়ায় এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে ধর্মপাশা সদর গ্রামে ৪শত ও রাজনগর, কামলাবাজ, ফাতেমানগর গ্রামে ৪শত প্যাকেট ঈদ উপহার বিতরণ করা হয়।
এ ছাড়াও আরো ৫০টি পরিবারকে ৩শত টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন- উপজেলা কৃষকলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আজিজ চৌধুরী। সদর ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় বক্তব্য দেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অ্যাড. গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা নাদির আহমেদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম আর খান পাঠান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য তৈমুর রহমান, মো. আফজালুর রহমান, সাবেক ইউপি সদস্য মো. গোলাম সুবহানী পিকে, উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম তপন, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সরকার, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি এনামুল হক জোহা প্রমুখ।
অ্যাড. গোলাম কিবরিয়া ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও আওয়ামী যুবলীগের আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য গোলাম কিবরিয়া বলেন, ‘আমি তৃণমুল থেকে ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি করে বর্তমানে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হই। প্রধানমন্ত্রী, যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছি। সেই সাথে সামনে ঈদ থাকায় ৮শত পরিবারের মাঝ ঈদ উপহার ৫০টি পরিবারের মাঝে নগদ অর্থ দিয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি আমাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেন তাহলে আমি সুনামগঞ্জ- ১ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী।’