সুনামগঞ্জের ধর্মপাশায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পিএন্ডজি প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকার নির্বাচিত ৮১টি পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরণ উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকালে ওয়ার্ল্ড ভিশনের ধর্মপাশা এপির সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটির স্থানীয় প্রোগ্রাম ম্যানেজার সাগর জন কস্তার সভাপতিত্বে ও পারি’র মনিটরিং স্পেশালিষ্ট মনিরুজ্জামান মনিরের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, পারি’র গ্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম, ওয়ার্ল্ড ভিশন ধর্মপাশা এপি’র প্রোগ্রাম অফিসার শান্তি দেবনাথ প্রমুখ।
বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল বালতি, পানি বিশুদ্ধকরণ পাউডার, পানি ছাঁকার কাপড়, ব্যবহারবিধি ইত্যাদি।