ধর্মপাশায় ২০ ভূমিহীন পরিবার পেলো নতুন ঘর

সুনামগঞ্জের ধর্মপাশায় ২০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।

মুজিব শতবর্ষ উপলক্ষে বুধবার (৯ আগস্ট) সারাদেশে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে নির্মিত ২২ হাজার ১০১ টি ঘর ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ধর্মমপাশার ২০ টি পরিবারকেও জমি ও ঘর প্রদান করা হয়।

এ উপলক্ষে ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহাব উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা প্রমুখ।

পরে ২০টি ঘরের উপকারভোগীদের মাঝে ঘরের চাবি, কবুলিয়ত ও নামজারী খতিয়ানের ফোল্ডার হস্তান্তর করা হয়।