ধর্মপাশায় শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময়

সুনামগঞ্জের ধর্মপাশায় শিক্ষার মানোন্নয়নে জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান তালুকদার, সমকাল প্রতিনিধি এনামুল হকসহ আরো অনেকেই। এর আগে জেলা প্রশাসক ধর্মপাশায় পৌঁছালে ধর্মপাশা থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অর্নার দেওয়া হয়।