ধর্মপাশায় বেসরকারি সংস্থা ব্র্যাকের ‘সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি)’ সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্র্যাকের ধর্মপাশা শাখার সমন্বিত উন্নয়ন কর্মসূচি এ অবহিতকরণ সভার আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন সংশ্লিষ্ট কর্মসূচি ব্যবস্থাপক মো. লুৎফুর রহমান।
আইডিও অনিন্দিতা বিশ^াস ও মোশারফ হোসেনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‘সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি)’— শিক্ষা, ওয়াশ, নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা, আল্ট্রা পোওর গ্রেজুয়েশন, লাইভলি হুড ও ফুড সিকিউরিটি, জেন্ডার জাস্টিস এন্ড ডায়ভারসিটি ও হেলথ কেয়ার নিয়ে কাজ করে যাচ্ছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন তাঁর বক্তব্যে কর্মসূচির সফলতা কামনা করে সরকারি ও বেসরকারি সংস্থার সাথে সমন্বয় করে প্রকৃত উপকারভোগী বাছাই করে কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানান।