সুনামগঞ্জের ধর্মপাশায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১১জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকীর সভাপতিত্বে ও এইউএফপিও মো. মাহমুদুল হাসানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতর্কা ডা. মুনতানসির বিল্লাহ, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মিজানুর রহমান, এইউএফপিও মতীন্দ্র চন্দ্র চক্রবর্তী, ইউএফপিএ মো. সাজল আমিন, মোহাম্মদ আবু নোমান, তাজমুল হুদা জুয়েল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক, সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা, সকল পরিবার কল্যাণ সহকারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ২০২২-২৩ অর্থ বছরের বিভিন্ন ক্যাটাগরীতে ৪ জন শ্রেষ্ঠ কর্মী ও ২ টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে সার্টিফিকেট প্রদান করা হয়।