ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৩০) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

সোমবার(১৫ মে) সকাল সাড়ে নয়টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের পল্লীবিদ্যুতের সাবস্টেশনের একটি খুঁটিতে এ ঘটনা ঘটে। এসময় শফিক (১৮) নামে আরও একজন আহত হোন।

নিহত এনামুল নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের কারলি গ্রামের মঞ্জুরুল হকের ছেলে এবং শফিক একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। দুজনই লাইন বিবর্জন কাজে নিযুক্ত ঠিকাদারের শ্রমিক।

জানা যায়, সোমবার সকালে এনামুল, শফিকসহ আরো কয়েকজন শ্রমিক সাবস্টেশন থেকে লাইন বিবর্জনের কাজ শুরু করে। সকাল সাড়ে নয়টার দিকে সাবস্টেশনের পূর্বদিকের একটি খুঁটিতে উঠে কাজের প্রয়োজন পড়ে তাদের। এসময় সংশ্লিষ্ট লাইনে শাটডাউনের জন্যঠিকাদারের নিযুক্ত প্রতিনিধি আশরাফুল সাবস্টেশনে যায়। কিন্তু সেখান থেকে ক্লিয়ারেন্স দেওয়ার আগেই এনামুল খুঁটির ছুড়ায় উঠে যায় এবং সাথে সাথে বিদ্যুতায়িত হয়। এ সময় তাকে উদ্ধারের জন্য শফিক খুঁটিতে উঠে সেও গুরুতর আহত হয়। পরে তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুলকে মৃত্য বলে ঘোষণা করে এবং শফিককে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পল্লী বিদ্যুতের ধর্মপাশা সাব-জোনাল অফিসের এজিএম হাফিজুর রহমান বলেন, জানতে পারলাম শাটডাউনের ক্লিয়ারেন্স দেওয়ার আগেই খুঁটিতে উঠায় এ ঘটনা ঘটেছে। ক্লিয়ারেন্স দেওয়ার আগে খুঁটিতে উঠার জন্য অন্য শ্রমিকরা মানা করেছিল। কিন্তু ওই শ্রমিক কারও কথা শুনেনি।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় অপমৃত্য মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচএম/০৬