ধর্মপাশায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা সভা

‘সংগ্রামে-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ এই প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম।

তিথী রানী সরকারের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওলিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উৎপল কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার প্রমুখ।

এরকজন নারীর মাঝে একটি সেলাই মেশিন প্রদানের মধ্য দিয়ে সেলাই মেশিন বিতরণের উদ্বোধন করা হয়।