সুনামগঞ্জের ধর্মপাশায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে কাবিটা নীতিমালা অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে ফসলরক্ষা বাঁধ মেরামত ও পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় ধর্মপাশা উপজেলার ধানকুনিয়া হাওরের ১ নম্বর প্রকল্পে মাটি ফেলে শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি রফিকুল বারি চৌধুরী বাচ্চু, সাংবাদিক এনামুল হক, গিয়াস উদ্দিন রানা, সাদ্দাম হোসেন প্রমুখ।
ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনার থাল, ধানকুনিয়া, জয়ধনা, রুইবিল, সোনামড়ল, গুরমা, কাইলানী হাওরে ১৭০ কিলোমিটার বাঁধ মেরামত ও পুনর্নির্মাণ কাজ করবে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।