‘বই পড়ি, শুদ্ধ বাংলা চর্চা করি’- এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় দুই দিনব্যাপী বই উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর দেড়টায় স্থানীয় বইবৃক্ষ পরিচর্যা সঙ্গের উদ্যোগে জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন।
সংগঠনের সমন্বয়ক কাজী বর্ণাঢ্য সজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশতানসির বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ধর্মপাশা থানার ওসি মো. শামসুদ্দোহা, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু প্রমুখ।
পরে বই উৎসব উপলক্ষে সংগঠনের উদ্যোগে প্রকাশিত ‘ধ-তে ধর্মপাশা’ নামক ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করা হয়।