ধর্মপাশায় টেলিমেডিসিন সেবার উদ্বোধন

সুনামগঞ্জের ধর্মপাশার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ও টেলিমেডিসিন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে এসব কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুসতানসির বিল্লাহ, সহকারী পুলিশ সুপার আলী ফরিদ, ডা. মিজানুর রহমান রনি, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা প্রমুখ।

পরে এমপি রতন সদর ইউনিয়নের মধুপুর গ্রামে নবনির্মিত আশরাফুননেছা কমিউনিটি ক্লিনিকেরও শুভ উদ্বোধন করেন।