সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর (জলাভূমি) এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবন জীবিকা বহুমূখীকরণ ও জলবায়ু সহনশীল প্রকল্প (ইএলএসআরপি) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা কারিতাসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওলিদুজ্জামানের সভাপতিত্বে ও কারিতাসের স্থানীয় মাঠ সহায়ক এমএম মাসুদের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা, প্রকল্পের মাঠ সহায়ক মুজিবুর রহমান সৌরভ, সমকাল প্রতিনিধি এনামুল হক, আমাদের সময় ও সিলেট ভয়েস প্রতিনিধি সাজিদুল হক, আমার সংবাদ প্রতিনিধি এমএমএ রেজা পহেল প্রমুখ।
কারিতাস মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ইছামারিতে ১৯৮৯ সালে কাজ শুরু করে। বতর্মানে বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে কাজ করে আসছে। এবার ওই দুইটি ইউনিয়নে কাজের পাশাপাশি ধর্মপাশা উপজেলার জয়শ্রী ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে ইএলএসআরপি প্রকল্প বাস্তবায়নের জন্য নতুন করে কাজ শুরু করতে যাচ্ছে।
মুক্ত আলোচনার শুরুর আগে প্রকল্প সম্পর্কে আলোচনা করেন কারিতাস ধর্মপাশা উপজেলার জুনিয়র কর্মসূচি কর্মকর্তা রতন চন্দ্র বর্মণ।