ধর্মপাশায় একদিন আগেই ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দশধরী গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় দশধরী গ্রামের বাসিন্দা ও সুরেশ্বর দরবার শরীফের খলিফা মো. একলাস মিয়ার বাসভবন ‘মিছা ঘরবাড়ি’র উঠানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২৬ বছর ধরে সুরেশ্বর দরবার শরীফের খলিফা মো. একলাস মিয়ার বাড়িতে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন।

শুক্রবার ঈদের নামাজ পরিচালনা করেন সুরেশ্বর দরবার শরীফের নিযুক্ত ইমাম মো. পলাশ মিয়া। নামাজ শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কবর জিয়ারত শেষে আগত মুসল্লীদের মাঝে সেমাই পরিবেশন করা হয়।

ঈদের নামাজ নির্বিঘ্নে পরিচালনার জন্য ধর্মপাশা থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

১৯৭৭ সালে সুরেশ্বরী (রা.) ওরফে লাল মিয়া হুজুর পীর কেবলা শাহ নূরে বেলায়েত হোসাইন দশধরী গ্রামে খানকায়ে সুরেশ্বর দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। পরে মো. একলাস মিয়া খেলাফতপ্রাপ্ত হওয়ার পর থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হচ্ছে।