বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বিএনপির গণসমাবেশ ঠেকাতেই সিলেটে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। তবে ধর্মঘট দিয়ে গণসমাবেশ ঠেকানো যাবে না। সকল বাধা উপেক্ষা করে ১৯ নভেম্বরের সমাবেশে মানুষের ঢল নামবে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে সিলেটের গণসমাবেশের স্থান ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এসময় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নেতৃবৃন্দ জানান, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে শত শত নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে হয়রানি বন্ধের আহ্বান জানান তারা।
এর আগে, বুধবার (১৬ নভেম্বর) রাতে এক সভা শেষে আগামী ১৯ নভেম্বর পরিবহন ধর্মঘট আহ্বান করে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। সিলেটে রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা, বৈধ অটোরিকশাগুলোতে গ্রিল স্থাপন ও নতুন করে অটোরিকশার নিবন্ধন না দেওয়াসহ কয়েকটি দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা বাস মালিক সমিতি।
সিলেটের পাশাপাশি মৌলভীবাজার ও সুনামগঞ্জেও দুইদিনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি।