দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে তাহিরপুরে বিএনপির বিক্ষোভ

সারাদেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুরে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল মিছিল বের করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি, তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক দাম বাড়িয়ে এই সরকার প্রমাণ করেছে তারা গণবিরোধী। আর এসব অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় বের হলেই পুলিশ দিয়ে বিএনপির নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করা হচ্ছে।

বক্তারা এই সরকারকে জলুমবাজ উল্লেখ করে সরকার পতনের আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তাহিরপুর উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুনাব আলীর সঞ্চালনায় ও জেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাদীর আহমদ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মো. আনিসুল হক ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।