তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মুল্যহ্রাসের দাবিতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপি।
সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলার পাগলা বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে পাগলা বাজার ব্রিজে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বিএনপি নেতা কমর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন।
সমাবেশে আনছার উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকার লুটপাট আর অর্থ পাচার করে দেশকে দেউলিয়ার দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের মনে অসন্তোষ তৈরি করেছে। ভোট চুরির মাধ্যমে দেশে বাকশাল কায়েম করেছে। সুষ্ঠু নির্বাচন দিতে টালবাহানা করছে। আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ হলে জনগণ ভোটের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে গদিছাড়া করবে।
মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির একাংশের সভাপতি আউয়াল উদ্দিন, বিএনপি নেতা আব্দুল লতিফ, আকবর আলী, মফজ্জুল হক, আব্দুস সোবহান, আবুল কাশেম, রাফিক মিয়া, মাহমদ আলী, আখতারুজ্জামান বাবুল, জেলা কৃষকদলের সদস্য ফারুক মিয়া, শামসুদ্দীন, জিয়াউল হক, মঞ্জুর আলম মালেক, জেলা যুবদলের সদস্য তুরান খাঁন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুম আহমদ, ছালিক আহমদ, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, মনসুর আলম রকি, যুবদল নেতা রুকন উদ্দিন, আলতা মিয়া, শাহিদ মিয়া, কবির, সুমন, হাবিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক জুনেদ আহমদ ফয়সল, বিশ্বজিৎ দে বিরাজ, শহিদ নুর, সদস্য নাসির আহমদ, স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন কামরান, যুগ্ম-আহ্বায়ক সুয়েব মিয়া, সদস্য জাবেদ, নাসির আলী, ছাত্রদল নেতা আবু তাহের ইমন, জাহিদুর রহমানসহ আরও অনেকে।