দোয়ারায় সাংবাদিকদের সঙ্গে খালেকের মতবিনিময়

সুনামগঞ্জের দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করছেন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত সদস্য প্রার্থী আব্দুল খালেক।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আব্দুল খালেক বলেন, আমি দীর্ঘ আঠারো বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে একজন জনপ্রতিনিধি ছিলাম। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আবারও উপজেলাবাসীর পাশে থাকতে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হলে আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা মুহিবুর রহমান মানিক ভাইয়ের মাধ্যমে দোয়ারাবাজার উপজেলার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখবো।

তিনি বলেন, দোয়ারাবাজারে গণমাধ্যমকর্মীরা সবসময় অবহেলিত। ইতোমধ্যে আমি সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি। আমি নির্বাচিত হলে দোয়ারাবাজার প্রেসক্লাবের জন্য একটি বহুতল ভবন নির্মাণ শুরুতে কাজ করবো। মূল ধারার প্রকৃত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় আমি নিয়োজিত থাকবো। উপজেলার সর্বস্তরের গণমাধ্যম কর্মীসহ ভোটার এবং জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, উপদেষ্টা বজলুর রহমান, সহ-সভাপতি আলাউদ্দিন, কামাল পারভেজ, এম এইচ শাহজাহান আকন্দ, সাধারণ সম্পাদক আশিক মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।