দোয়ারায় `অহেতুক প্রোপাগান্ডা’ বন্ধের দাবি মুক্তিযোদ্ধা সন্তানের

দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদ করেছেন মুক্তিযোদ্ধার সন্তান ও হকনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজল আহমেদ। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মতিন কমান্ডারের পুত্র।

রোববার (২৮ আগস্ট) দুপুরে দোয়ারাবাজার প্রেসক্লাব মিলনায়তনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,’ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অনলাইন পোর্টালে আমাদের নাম জড়িয়ে অহেতুক প্রোপাগান্ডা ছড়ানো হয়। আমাদের এলাকার পুলিশ সদস্য মোশাররফ হোসেন ওরফে মোবারকের বিরুদ্ধে কে বা কারা সংশ্লিষ্ট পুলিশ সদর দপ্তরে অভিযোগ করে, তা আমাদের জানা নেই। কিন্তু মোশাররফ হোসেন ওরফে মোবারক অনলাইন নিউজে আমাদের পরিবারের লোকজন এবং আমার এক ভাই পুলিশ সদস্য নজরুলের নাম উল্লেখ কর সংবাদ প্রকাশ করান। কোনো প্রকার প্রমাণ ছাড়াই তিনি আমাদের ওপর দোষ চাপিয়েছেন। এতে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হয়েছি। আমার ভাই এসআই নজরুল কিংবা আমাদের পরিবারের কারও কোন সম্পৃক্ততা নেই। অথচ মোশাররফ হোসেন ওরফে মোবারক তার বিরুদ্ধে করা অভিযোগের সন্দেহের তীর আমাদের দিকেই ছুড়ছেন। মোবারক ও তার আত্মীয় স্বজন নানাভাবে আমাদের হুমকি ধমকি দিয়ে হয়রানীমূলক এবং হিংসাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।