দোয়ারায় শিক্ষার্থীকে উত্যক্ত করায় ২০ হাজার টাকা জরিমানা

দোয়ারাবাজারে এক স্কুল শিক্ষার্থীকে উত্যক্ত করায় মোবাইলের কোর্টের মাধ্যমে নুর আলী (১৮) নামের এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা। অভিযুক্ত যুবক উপজেলার সদর ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের মজমদর আলীর পুত্র।

জানা যায়, গত বৃহস্পতিবার মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক দোয়ারাবাজার থানায় উত্যক্তকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাৎক্ষণিকভাবে দোয়ারাবাজার থানার পুলিশ উত্যক্তকারীকে আটক করেন।

আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা মোবাইল কোর্ট পরিচালনা করে নুর আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে ১৫ দিনের জেল প্রধান করেন।

মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিলেন্দু কুমার তালুকদার জানান, নুর আলীর বখাটেপনার কারণে এর আগেও তার বিরুদ্ধে বিদ্যালয়ে বিচার শালিস করা হয়েছে। কিন্তু তার কোন পরিবর্তন হয়নি।