দোয়ারায় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দোয়ারাবাজারে পালিত হয়েছে জাতীয় ৫ম ভোটার দিবস।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি ফয়সল আহমদ, উপজেলা প্রকৌশলী মনছুরুল হক, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, অগ্রণী ব্যাংক ম্যানেজার মাওলানা জিয়া উদ্দিন, ইউপি সদস্য মিজানুর রহমান, নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর জোবায়ের আলম, শিপন পাল, স্ক্যানিং অপারেটর ওমর ফারুক।

উল্লেখ্য, দোয়ারাবাজার উপজেলায় মোট ভোটার ১৮৩৬০৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯২৬৫১ জন, মহিলা ভোটার ৯০৯৫৪জন। তন্মধ্যে ১ জন হিজড়া রয়েছে। এছাড়াও-২০২২ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী ২১৪০৩ জনের চূড়ান্ত ভোটার নতুন তালিকায় অন্তর্ভুক্তি হয় ১৪১০৭জন।