দোয়ারায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

সারা দেশের ন্যায় দোয়ারাবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ ১২ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বভনে বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহার নিগার তনুর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. আবদুল হামিদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত তুষার কান্তি ভর্মণ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান, ইসলামী ফাউন্ডেশন উপজেলা কর্ডিনেটর মো. জয়নাল আবেদীন, ইসলামী ফাউন্ডেশনর কেয়ারটেকার মাওলানা জিয়া উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন, কবির আহমদ প্রমুখ।

সভা শেষে কুইজ, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।